রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
নেত্রকোনায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে 'প্লাস্টিক দূষণ সমাধানে, সামিল হই সকলে' এবং সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ' - এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ পালিত হয়েছে ।
সোমবার, ৫ জুন নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী রের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এসময় পরিবেশ নিয়ে কাজ করা বারসিক, এআরএফবিসহ জেলার বেসরকারি বিভিন্ন সংগঠন এবং স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, নেত্রকোনার পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, পরিবেশ অধিদপ্তর নেত্রকোনার সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ অভিজিৎ লৌহ প্রমূখ। বক্তারা পরিবেশ রক্ষায় প্লাস্টিক ও পলিথিন বর্জনে সকলকে অঙ্গীকারাবদ্ধ ও সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় অনুষ্ঠানে পরিবেশ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন, আবু আব্বাছ কলেজের সহকারী অধ্যাপক নাজমুল আলম সরকার।
উক্ত অনুষ্ঠানে আব্দুর রহমান ফাউন্ডেশন নেত্রকোনার চেয়ারম্যান দিলওয়ার খান সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশসহ বিশেষ অতিথিগণ। দিবসটি উপলক্ষে বিকাল ৫ টায় আব্দুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসের উপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না