মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
"প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে" প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় পৃথক পৃথক আলোচনা সভা ও রালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৫জুন সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) আবু তারেক, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কবির হোসেন, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হামিদ রেজা, এসময়বন বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ছিলেন।
অনুষ্ঠান শেষে আগত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অন্যদিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে রালী বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। রালী শেষে আলোচনা সভা ও বৃক্ষ রোপন করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না