রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী এলাকায় নেত্রকোনা-মদন সড়কে লরি-মোটরসাইকলের সংঘর্ষে মোটরসাইকেল চালক মোঃ মোজাম্মেল (৩০) নিহত হয়েছেন এবং মোটরসাইকেল আরোহী রাজন (২২) গুরুতর আহত হয়েছেন। আহত রাজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ (৪ জুন) রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার তেলিগাতী এলাকায় নেত্রকোনা-মদন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের সন্তু মিয়ার ছেলে এবং আহত রাজন একই গ্রামের বাসিন্দা।
নিহত মোজাম্মেলের স্বজনরা জানান, আজ বিকালে মোজাম্মেল ও রাজন মোটরসাইকেলে করে বাড়ি থেকে তেলিগাতী বাজারে যাচ্ছিল। বাজারের কাছে নেত্রকোনা থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ লরিটি সড়কের পাশে খেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেল মারা যায়।
স্থানীয়রা আহত রাজনকে উদ্ধার করে জরুরী ভিত্তিতে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ হাসপাতালে পাঠান।
আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আ.রহিম এ তথ্য নিশ্চিত করে বলেন, লরিটি জব্দ করা হয়েছে। ঘটনার পর লরির চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না