এনায়েত করিম রাজিব,বাগেরহাট:
দেশজুড়ে তীব্র তাপদাহের কারণে অতিষ্ট হয়ে পড়েছে মানব জীবন। এদিকে তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। জ্বালানির অভাবে বেশকিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় এখন প্রায় দুই হাজার মেগাওয়াট লোডশেডিং চলছে। এতে জনজীবনে বেড়েছে ভোগান্তি। ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসুরক্ষা বিবেচনা করে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামী ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষনা দিয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, আজকেই চার দিনের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে, তীব্র তাপদাহ থেকে কিছু টা স্বস্তি পেতে কিছু দিন থেকে ছাত্র-ছাত্রীদের মর্নিং স্কুল করা যায় কি না এই বিষয়ে অভিভাবকরা তাদের মত পোষন করছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না