রূপগঞ্জ সংবাদদাতা:
রূপগঞ্জে চলছে বিআইডব্লিউটিএ-এর উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন বিআইডব্লিউটিএর কর্তৃপক্ষ। রোববার, ৪ জুন সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মুড়াপাড়া ও বানিয়াদি এলাকায় এ উচ্ছেদ পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন, বিআইডব্লিউটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার।
এসময় মুড়াপাড়া ও বানিয়াদি এলাকার বিল্লালের ঘাট,জব্বার মেম্বারের বালুর গদি,এলাইট জুট মিলের স্থাপনা ,পাশটি বাঁশের জেটি, আর পাশটি টিনের স্থাপনা উচ্ছেদ।
বিআইডব্লিউটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার বলেন, শীতলক্ষা নদীর দুই তীরে প্রভাবশালীরা অবৈধভাবে বিভিন্ন ধরনের স্থাপনা করে দখলে নিয়েছেন। আর ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করবে বিআইডব্লিউটিএ। এই অভিযান টানা ছয় দিন চলবে। প্রথম দিনে বালুর গদি,জুট মিলের স্থাপনা,পাশটি বাঁশের জেটি, আর পাশটি টিনেরঘরসহ প্রায় ২৫ টির মত স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।
উচ্ছেদ অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ উপ পরিচালক এহতেশামুল পারভেজ,গাজী মোহাম্মদ আবদুল মোতালিব, সহকারী সমন্বয় কর্মকর্তা,মোঃ হাবিবুর রহমান, উপ সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান, সহকারী সমন্বয় কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আরো অনেকে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না