মোহাম্মদ আলী:
রামগঞ্জ উপজেলার ভোলাকােট ইউনিয়নের ভোলাকোট, আথাকরা, টিউরী, নাগমুদ ও লক্ষ্মীধরপাড়া গ্রামের কৃষি জমিগুলোর মাটি ও টপসয়েল লুটে নিচ্ছে একদল ভূমিদস্যুরা। এ ইউনিয়নের এমন কোন জমি নাই যে, যেখানে চাষাবাদের আবাদি জমিসহ সবধরনের জমির মাটি লুটে নেয়নি ভূমিদস্যুরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাটি লুটের মহোৎসব। শত শত ট্রলি, পিকআপযোগে বহনকৃত এসব জমির মাটি চলে যায় স্থানীয় ইটভাটাগুলোতে।
সরকারিভাবে বা সংশ্লিষ্ট দফতরের কোন ধরনের তদারকি না থাকায় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও তার অনুসারীগণ এ ধরনের কাজ চালাচ্ছে প্রকাশ্যে। কয়েকটি দফতরের কর্মকর্তাদের মোটা অংকের টাকায় ম্যানেজ করে জমির মাটি কেটে কোথাও কোথাও পুকুর তৈরি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, যথাযথ কতৃপক্ষের কাছে বার বার অভিযোগ দেয়ার পরও ব্যবস্থা নেয়নি কেউ। উপরন্তু খবর পেয়ে মাটি লুটেরার দল বিভিন্ন দফতরের কর্মকর্তাদের ভাঙ্গিয়ে এহেন কাজ করার সাহস পাচ্ছে।
স্থানীয় ক্ষতিগ্রস্ত জমির মালিকরা বাঁধা দিতে গিয়েও হামলার হুমকির মুখে পড়তে হয়েছে মাটিলুটেরার দলের সদস্যদের। কয়েকজন প্রতিবাদি পুরুষ মহিলারা মাটি নিতে বাঁধা দিয়ে বেড়া দেয়ার পরও একদল দূস্কৃতিকারী বেড়া ভেঙে মাটি লুটপাট অব্যাহত রেখেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না