মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশের সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ রমিজ উদ্দিন, এএসআই মোজাম্মেল হক, এএসআই ইলিয়াছ আলী, এএসআই আহাল উল্ল্যাহ এবং ফোর্সের সহায়তায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মতলব উত্তর থানার ষাটনল ইউনিয়নের উত্তর বাড়ীভাঙ্গা গ্রাম থেকে মোঃ আবুল কালাম মিয়াজী ছেলে মোঃ জাবেদ(৩৫) কে গতকাল রাত ৯টার সময় ৮০(আশি) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন জানান, ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না