বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট দায়রা জজ কোর্ট, আদালতে ন্যায়কুঞ্জ ভবনের ভিত্তিস্থাপন শুভ উদ্বোধন করলেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট,হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ খসরুজ্জামান শনিবার (৩ জুন) সকাল ১১টায় জেলা দায়রা জজ কোর্ট আদালত প্রাঙ্গণে বিচারের আশায় আসা বিচারপ্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জ ভবনটি ৫৯.৯ লাখ টাকার খরচে তৈরি হবে সেখানে ৮০/১০০ জন্য বিশ্রাম নিতে পারবে,থাকছে ২টি ওয়াস রুম,১টি মাতৃদুদ্ধ কর্নার,একটি ক্যান্টিন সহ ফ্যান ও পানির ব্যবস্থা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র জেলা ও দায়রা জজ, মোহাঃ রবিউল ইসলাম,অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জনাব তপন রায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, এম.এ সাঈদ, বাগেরহাট পুলিশ সুপার (পিপিএম)কে, এম, আরিফুল হক, জেলা আইনজীবী সমিতি'র সভাপতি ড. এ কে আজাদ ফিরোজ টিপু সহ আরো অনেকে।
মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট,হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ খসরুজ্জামান সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেন,পর্যায়ক্রমে সারাদেশে ন্যায়কুঞ্জ স্থাপন করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না