সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, মানুষের উপর জুলুম করে, মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়, তাদের কে আর এদেশের জনগণ দেখতে চায় না, আপনাদের সময় শেষ হয়ে এসেছে। আপনারা বলেছেন বিদ্যুৎ ফেরি করে বিক্রি করবেন, বিদ্যুৎ বিক্রি করবেন না? আপনাদের দলীয় আওয়ামীলীগ পদ-পদবীফেরি করে বিক্রি করতে হবে। কারণ আপনাদের দলের যে অবস্থা এই অবস্থা আওয়ামীলীগ করার মত লোক এদেশে থাকবে না।
তিনি আরো বলেন, যদি জিয়াউর রহমানের ঘোষণা না আসতো তাহলে পৃথিবীর মানচিত্রে এই দেশ থাকতো না। আজ যার ঘোষণার মাধ্যমে আমরা এই দেশ পেয়েছি এবং স্বাধীন পতাকা পেয়েছি তার স্মরণে দোয়া মাহফিল করা হচ্ছে। আমরা তার জন্য দোয়া করবো। আল্লাহ যেনো তাকে জান্নাতবাসী করে।
শুক্রবার (২ জুন) সিদ্ধিরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সংসদে মমতাজ আপা বলেছিল ফেরি করে নাকি বিদ্যুৎ বিক্রি করবে এই সরকার। আজ কোথায় তাদেও বিদ্যুৎ? বিদ্যুৎ মাঝমাঝে আসে। এই বিদ্যুৎ থেকে হাজার হাজার কোটি টাকা তারা কুইক রেন্টাল প্রজেক্ট করে উঠিয়ে নিয়েছে। আজ দেশ দেউলিয়ার পথে। দেশ নাকি সিঙ্গাপুরের মতো হয়ে যাচ্ছিল তাহলে সিঙ্গাপুর কোথায়? আজ দেশ শ্রীলঙ্কার চেয়েও ভয়ানক হয়ে যাচ্ছে। ওনারা শুধু চাপাবাজিতে আছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না