আপনারা যে পালিয়ে যাবেন এই পথও এখন নাই : মামুন মাহমুদ
- আপডেট সময় : ০৮:৪৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / ৬৯
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা যে পালিয়ে যাবেন এই পথও এখন নাই। তাই পালিয়ে যাওয়ার পথ এখন থেকেই ঠিক করতে থাকেন। ভারতে আপনাদের জায়গা দিবে কিনা সন্দেহ আছে। কাজেই এখনই সময় জনগণের কাছে মাফ চান। বেগম খালেদা জিয়ার পা ধরে মাফ চান। তারেক রহমানকে এই দেশে ফিরিয়ে আনেন। তিনবারের প্রধানমন্ত্রীকে আপনারা বিনা অপরাধে জেলে ভরে রেখেছেন। আপনারা এখনই টেলিভিশন রেডিওর মাধ্যমে মাফ চেয়ে বলেন, আপনারা চুরি করে ভোট পেয়ে এতোদিন ক্ষমতায় ছিলেন। তাহলে এই দুনিয়ায়ও মাফ পাবেন, আখিরাতেও পাবেন।
শুক্রবার (২ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের মাদবর বাজার এলাকায় ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন,আপনারা এই ১৫ বছরে সাধারণ মানুষের উপর অনেক জুলুম করেছেন, মানুষের অধিকার ক্ষুন্ন করেছেন, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন। আপনাদের দিন এখন শেষ হয়ে এসেছে।
আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আমাদের সাথে কাধে কাধ মিলিয়ে আন্দোলনে পাশে থাকবেন।
আগামী দিনের সকল কর্মসূচিতে আপনারা ঐক্যবন্ধ থাকবেন, তাহলেই আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ। মানুষের অধিকার আদায়ে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্র মতায় ফিরিয়ে আনার জন্য ও জালেম শেখ হাসিনাকে পতন করার জন্য আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেনের সভাপেিত্ব ও ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক (সাবেক) কমিটির সাবেক সদস্য সচিব শাহ-আলম হিরা, যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি টি,এইচ,তোফা, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল উদ্দিন ভূইয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাফর হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা হযরত, কৃষি-বিষয়ক সম্পাদক সোহেল, ক্রীড়া-সম্পাদক আমির হোসেন, ছাত্র-বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহামেদ, শাহীন প্রধান, হাবিবুর রহমান, রাজু আহাম্মেদ, পাপ্পু সাউদ। আরো উপস্থিত ছিলেন- রানা, হারিছ, রহিম, শুক্কুর, তামিম, মুন্না, অপু, জিসান, কাউসার, লিমন, সাকিব, রেদোয়ার ও সামির প্রমূখ।