গজারিয়া প্রতিনিধি:
গজারিয়া উপজেলায় নিষিদ্ধ রং ফরসাকারী ক্রিম বিক্রি এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদলত।
বৃহস্পতিবার (১ জুন) দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকার মোহাম্মদ আলী মোহাম্মদ আলী প্রধান প্লাজায় প্রীতম ভ্যারাইটিজ স্টোরকে ও আমদানিকারকের সিল ব্যতীত কসমেটিক বিক্রি করায় দেওয়ান ভ্যারাইটিজ স্টোর এবং বিসমিল্লাহ হাইওয়ে রেস্টুরেন্টে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম এই অভিযান পরিচালনা করেন।
আব্দুস সালাম জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এবং উপজেলা স্যানিটেশন কর্মকর্তা ফারহানা খাঁন এর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে বিএসটিআই কর্তৃক ১৭টি নিষিদ্ধ রং ফরসাকারী ক্রিম বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪১ ধারায় মোট দুটি প্রতিষ্ঠানকে সাত হাজার এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করায় বিসমিল্লাহ হাইওয়ে রেস্টুরেন্টকে ৪০০০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়। এসময় আমদানিকারকের মোড়কবিহীন কসমেটিকস বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে।- গজারিয়া উপজেলায় নিষিদ্ধ রং ফরসাকারী ক্রিম বিক্রি এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদলত।
বৃহস্পতিবার (১ জুন) দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকার মোহাম্মদ আলী মোহাম্মদ আলী প্রধান প্লাজায় প্রীতম ভ্যারাইটিজ স্টোরকে ও আমদানিকারকের সিল ব্যতীত কসমেটিক বিক্রি করায় দেওয়ান ভ্যারাইটিজ স্টোর এবং বিসমিল্লাহ হাইওয়ে রেস্টুরেন্টে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম এই অভিযান পরিচালনা করেন।
আব্দুস সালাম জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এবং উপজেলা স্যানিটেশন কর্মকর্তা ফারহানা খাঁন এর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে বিএসটিআই কর্তৃক ১৭টি নিষিদ্ধ রং ফরসাকারী ক্রিম বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪১ ধারায় মোট দুটি প্রতিষ্ঠানকে সাত হাজার এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করায় বিসমিল্লাহ হাইওয়ে রেস্টুরেন্টকে ৪০০০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়। এসময় আমদানিকারকের মোড়কবিহীন কসমেটিকস বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না