বারহাট্টায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাক্সফোর্স কমিটির কর্মশালা
- আপডেট সময় : ১১:৩৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / ৬১
রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
নেত্রকোনা বারহাট্টায় উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাক্সফোর্স কমিটির কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, (১জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুহাম্মদ মাইনুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ রাকিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম, আসমা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম, সিংধা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাসিম তালুকদার, বাউসী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শামছুল হক, চিরাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান, সাংবাদিক লতিবুর রহমান প্রমুখ। কর্মশালায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।