মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে ড্রাগন বাগানের বৈদ্যুতিক মোটরের সুইস বন্ধ করতে গিয়ে ১ শ্রমিকের মৃত্যু হয়ছে। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে উথলী গ্রামের ঘোপের মাঠ নামক মাঠে উথলী গ্রামের ফার্মগেট পাড়ায় মৃত মেছের মন্ডলের ছেলে আবু বক্কর ওরফে টুলু (৫৫)
প্রতিদিনের ন্যায় সকালে ড্রাগন বাগানে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। অন্যান্য শ্রমিকেরা কাজ শেষ করে দুপুরে বাড়িতে চলে যায়। টুলু বৈদ্যুতিক মোটর দিয়ে ড্রাগন বাগানে পানি দিয়ে বিকেলে বাড়িতে ফেরার কথা ছিলো টুলু মিয়ার। বাড়ি ফিরতে দেরি করায় পরিবারের লোকজন ড্রাগন বাগানে গিয়ে তাকে বৈদ্যুতিক মোটরের সুইসের পাশে মৃত অবস্থায় দেখতে পায়। মরদেহের হাতে ও পেটে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন রয়েছে।
উথলী ১ ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল হক ঝন্টু জানান, আমরা শুনেছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর ওরফে টুলুর মৃত্যু হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না