চুয়াডাঙ্গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ১০:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / ৫৭
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে ড্রাগন বাগানের বৈদ্যুতিক মোটরের সুইস বন্ধ করতে গিয়ে ১ শ্রমিকের মৃত্যু হয়ছে। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে উথলী গ্রামের ঘোপের মাঠ নামক মাঠে উথলী গ্রামের ফার্মগেট পাড়ায় মৃত মেছের মন্ডলের ছেলে আবু বক্কর ওরফে টুলু (৫৫)
প্রতিদিনের ন্যায় সকালে ড্রাগন বাগানে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। অন্যান্য শ্রমিকেরা কাজ শেষ করে দুপুরে বাড়িতে চলে যায়। টুলু বৈদ্যুতিক মোটর দিয়ে ড্রাগন বাগানে পানি দিয়ে বিকেলে বাড়িতে ফেরার কথা ছিলো টুলু মিয়ার। বাড়ি ফিরতে দেরি করায় পরিবারের লোকজন ড্রাগন বাগানে গিয়ে তাকে বৈদ্যুতিক মোটরের সুইসের পাশে মৃত অবস্থায় দেখতে পায়। মরদেহের হাতে ও পেটে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন রয়েছে।
উথলী ১ ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল হক ঝন্টু জানান, আমরা শুনেছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর ওরফে টুলুর মৃত্যু হয়েছে।