কয়রায় লালুয়া বাগালী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন
- আপডেট সময় : ০৯:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / ৭০
মোক্তার হোসেন, খুলনা:
দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী কয়রা উপজেলার লালুয়া বাগালী মোশাররফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩-২০২৪ মেয়াদে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার, ৩০মে সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রে আনন্দ ঘন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (প্রিজাইডিং অফিসার) মোঃ বাকী বিল্লাহ।
এ নির্বাচনে দুটি সাধারণ অভিভাবক সদস্য পদের বিপরীতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷ নির্বাচনে ২৩৭ জন নারী-পুরুষ অভিভাবক ভোটার ছিলেন।
উল্লেখ্য ২৩৭ ভোটের মধ্যে ২১৭ টি ভোট কাস্ট হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ ( প্রিজাইডিং অফিসার) এর স্বাক্ষরিত ফলাফল পত্র থেকে জানা যায়, আসমাতুল্লাহ ঘোড়া প্রতীক নিয়ে-১০৩ ভোট, একরামুল কবীর (খোকন) দোয়াত কলম-৯৬, মহিদুল হাসান (মন্টু )সানা আনারস -৯০,ইউনুস আলী কাপ,পিরিচ-৮৫ ভোট পেয়ে, আলমগীর হোসাইন এর প্যানেলে পাঁচ সদস্যের মধ্যে চার জন অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রার্থী, ভোটার, বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্ট-দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, উপজেলা- মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ। বিদ্যালয় সুত্রে জানা গেছে, অতিশীঘ্রই বিজয়ী অভিভাবকগণ ও বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি এবং দাতা সদস্যদের ভোটের মাধ্যমে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করবেন।