মোহাম্মদ আলী, রামগঞ্জ:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সবচেয়ে বড় ব্যবসা সফল সুপার মার্কেট জিয়া শপিং কমপ্লেক্সের জিএম টেইলার্সে (সোমবার দিবাগত) আজ মঙ্গলবার ভোর রাতে সংগঠিত আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে একই মালিকের জিএম ফ্রেব্রিক্সের মালামালেরও ব্যপক ক্ষতি হয়। আগুনে দুইটি দোকানের প্রায় ৪০লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানালেন, জিএম টেইলার্সের মালিক জাহিদ হোসেনের বড় ভাই জাহাঙ্গীর হোসেন।
খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও রামগঞ্জ থানা পুলিশ সদস্যরা দীর্ঘ ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনায় জিয়া শপিং কমপ্লেক্সের প্রায় ২শতাধীক দোকান আগুন থেকে রক্ষা পায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, রাত প্রায় সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত। আমরা দারোয়ানদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। প্রচন্ড ধোঁয়া আর আগুনে মার্কেটের ভিতরে ঢুকা অসম্ভব হয়ে পড়ে। আমার ভাই জিএম টেইলার্সের মালিক জাহিদ হোসেন অসুস্থ্য, আমার ভাইয়ের সব শেষ হয়ে গেছে।
রামগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের মোবাইল নম্বরে কল দিলে কেউ রিসিভ না করায় আমি মোটরসাইকেলে ফায়ার সার্ভিস ষ্টেশন গিয়ে তাদেরকে খবর দেয়ার পর ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রন করে।
রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ফায়ার ফাইটার খোরশেদ আলম জানান, আমরা ধারনা করছি বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাতা। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। এছাড়া আমাদেরকে ফোন দেয়ার ঘটনা সঠিক নয়। উক্ত মার্কেটের কারো কাছেই আমাদের মোবাইল নম্বর নেই। রাতদিন চব্বিশ ঘন্টা আমাদের ফোন খোলা এবং আমরা সেবা দিয়ে থাকি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না