মোঃ নুর আলম,রূপগঞ্জ:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এ দোয়া ও খাবার বিতরণ করা হয়।
রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন।
রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নত আলীর সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ মাষ্টার, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলম খান, ভোলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির মেম্বার, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম সবুজ, রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালাউদ্দিন মোল্লা, উপজেলা জাসাসের সাধারন সম্পাদক মিছির আলী তারেক, রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজান প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, আগামী ঈদুল আজহার পর পিছনের সকল ভেদাভেদ ভুলে আন্দোলন সংগ্রামে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হব। আর আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে হবে। এ সরকারের বারোটা বেজে গেছে। এখনই সময় দেশের সাধারণ জনগণকে নিয়ে অবৈধ সরকারকে উৎখাত করার।
এসময় তারা আরো বলেন, এ সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিশানা মুছে ফেলতে চেয়েছে কিন্তু পারেনি পারবেওনা। জিয়াউর রহমান মিশে আছেন সকলের অন্তরে। কোনভাবেই এই অবৈধ সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া যাবেনা। সকলেই প্রস্তুত থাকতে হবে দলের নির্দেশে যেকোন পদক্ষেপ নিতে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না