১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

ঘর পাওয়ার আশ্বাস পেলেন জঙ্গলে খুপরি ঘরে বাস করা লক্ষী রাণী

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • / ৫০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রিপন কান্তি গুণ, নেত্রকোনা:

নেত্রকোনা জেলার বারহাট্টা সদর উপজেলাধীন গুহিয়ালা গ্রামের বাঁশঝাড়ের ভিতর খুপরি ঘরে প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকা ৬৫ বছর বয়সী স্বামী পরিত্যক্তা ও নিঃসন্তান লক্ষ্মী রাণী আজ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। তিনি আজ মাথা গুজার মত একটা ঘর পাওয়ার আশ্বাস পেয়েছেন।
নেত্রকোনা প্রতিনিধি, রিপন কান্তি গুণে’র বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত নিউজ পড়ে ও লক্ষী রাণী’র বিভিন্ন তথ্য নিয়ে এবং বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ফেরদৌস বাবুলের সার্বিক সহযোগিতায় (২৯ মে) সোমবার দুপুরে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) লক্ষ্মী রাণীর বাড়ি পরিদর্শনে যান।
পরিদর্শনের সময় বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম লক্ষী রাণীর খুপরি ঘরটি দেখে দুঃখ প্রকাশ করে বলেন, এমন পরিবেশে কোন মানুষ সুস্থভাবে থাকতে পারার কথা না। তবুও তিনি আছেন, তার জন্য আমি আমার পক্ষ থেকে যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবো। লক্ষী রাণীর যেহেতু নিজস্ব কোন জায়গা নেই সেহেতু আমার পক্ষ থেকে ভাঙা ঘরটি নতুন করে তৈরির জন্য ঢেউটিন ও নগদ অর্থ দেওয়ার ব্যবস্থা করব।
তিনি আরও বলেন, বসবাসের জায়গাটি যদি তার নিজের হতো তবে, সরকারীভাবে ঘরের ব্যবস্থা করা সম্ভব হতো। তারপরও লক্ষ্মী রাণী বর্তমানে যে জায়গায় আছেন সে জায়গাটির ২ শতাংশ যদি মালিকের কাছ থেকে নিজের নামে নিতে পারেন তবে সরকারীভাবে ঘরের ব্যবস্থা করে দেয়া সম্ভব হবে। লক্ষী রাণী যদি এই এলাকা ছেড় অন্যত্র যেতে আগ্রহী থাকেন তবে, তিনি আশ্রয়ণের ঘরের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।
বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী বলেন, লক্ষ্মী রাণী যদি অন্য জায়গায় যেতে ইচ্ছুক থাকেন তবে, আমি সরকারি খাস জমি বের করে ইউএনও মহোদয়ের সহায়তায় সরকারীভাবে আশ্রয়ণের ঘরের ব্যবস্থা করে দিতে পারবো।
বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস বাবুল বলেন, আমাদের সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে লক্ষ্মী রাণীর ঘর পাওয়ার জন্য সার্বিক সহযোগিতা করবো।
এসময় লক্ষ্মী রাণীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদ্য সামগ্রী বিতরণ করেন।
লক্ষ্মী রাণী ঘরের আশ্বাস পেয়ে খুশিতে বলেন, আপনারা আপনাদের ইচ্ছামত ব্যবস্থা নিন আমার কিছু বলার নেই। আমি শুধু এ কষ্টের জীবন থেকে মুক্তি চাই।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

ঘর পাওয়ার আশ্বাস পেলেন জঙ্গলে খুপরি ঘরে বাস করা লক্ষী রাণী

আপডেট সময় : ০৫:৩৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রিপন কান্তি গুণ, নেত্রকোনা:

নেত্রকোনা জেলার বারহাট্টা সদর উপজেলাধীন গুহিয়ালা গ্রামের বাঁশঝাড়ের ভিতর খুপরি ঘরে প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকা ৬৫ বছর বয়সী স্বামী পরিত্যক্তা ও নিঃসন্তান লক্ষ্মী রাণী আজ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। তিনি আজ মাথা গুজার মত একটা ঘর পাওয়ার আশ্বাস পেয়েছেন।
নেত্রকোনা প্রতিনিধি, রিপন কান্তি গুণে’র বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত নিউজ পড়ে ও লক্ষী রাণী’র বিভিন্ন তথ্য নিয়ে এবং বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ফেরদৌস বাবুলের সার্বিক সহযোগিতায় (২৯ মে) সোমবার দুপুরে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) লক্ষ্মী রাণীর বাড়ি পরিদর্শনে যান।
পরিদর্শনের সময় বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম লক্ষী রাণীর খুপরি ঘরটি দেখে দুঃখ প্রকাশ করে বলেন, এমন পরিবেশে কোন মানুষ সুস্থভাবে থাকতে পারার কথা না। তবুও তিনি আছেন, তার জন্য আমি আমার পক্ষ থেকে যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবো। লক্ষী রাণীর যেহেতু নিজস্ব কোন জায়গা নেই সেহেতু আমার পক্ষ থেকে ভাঙা ঘরটি নতুন করে তৈরির জন্য ঢেউটিন ও নগদ অর্থ দেওয়ার ব্যবস্থা করব।
তিনি আরও বলেন, বসবাসের জায়গাটি যদি তার নিজের হতো তবে, সরকারীভাবে ঘরের ব্যবস্থা করা সম্ভব হতো। তারপরও লক্ষ্মী রাণী বর্তমানে যে জায়গায় আছেন সে জায়গাটির ২ শতাংশ যদি মালিকের কাছ থেকে নিজের নামে নিতে পারেন তবে সরকারীভাবে ঘরের ব্যবস্থা করে দেয়া সম্ভব হবে। লক্ষী রাণী যদি এই এলাকা ছেড় অন্যত্র যেতে আগ্রহী থাকেন তবে, তিনি আশ্রয়ণের ঘরের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।
বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী বলেন, লক্ষ্মী রাণী যদি অন্য জায়গায় যেতে ইচ্ছুক থাকেন তবে, আমি সরকারি খাস জমি বের করে ইউএনও মহোদয়ের সহায়তায় সরকারীভাবে আশ্রয়ণের ঘরের ব্যবস্থা করে দিতে পারবো।
বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস বাবুল বলেন, আমাদের সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে লক্ষ্মী রাণীর ঘর পাওয়ার জন্য সার্বিক সহযোগিতা করবো।
এসময় লক্ষ্মী রাণীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদ্য সামগ্রী বিতরণ করেন।
লক্ষ্মী রাণী ঘরের আশ্বাস পেয়ে খুশিতে বলেন, আপনারা আপনাদের ইচ্ছামত ব্যবস্থা নিন আমার কিছু বলার নেই। আমি শুধু এ কষ্টের জীবন থেকে মুক্তি চাই।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন