সোনারগাঁয়ে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ১
- আপডেট সময় : ০৮:৪৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ৬২
কাজী সালাউদ্দিন :
সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন বস্তাল গ্রামের খাদিজা আক্তার বৃষ্টি (২৫) নামে এক মাদক কারাবারি ২ কেজি গাজা সহ আটক করে পুলিশ। মঙ্গলবার (১৫নভেম্বর) দুপুরে মাদক কারবারিকে আটক করে সোনারগাঁও থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্র অফিসার (ইনচার্জ) জাকির রাব্বানী দিকনির্দেশনায় মাদক বিরুদ্ধী অভিযানে মাদক কারবারি খাদিজা আক্তার বৃষ্টি (২৫) নামে আটক করে। সোনারগাঁও থানার জামপুর ইউনিয়নের বস্তল গ্রামের বাসিন্দা হলে মাদক কারবারি খাদিজা তার, হলেন স্বামী রবু মিয়া। এ এস আই শাহিন আলম সঙ্গীও ফোর্স নিয়ে মাদক কারবারিকে গ্রেফতার করেন। জানা যায় সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এলাকাবাসীর দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সর্বনাশা মাদক থেকে এলাকার যুব সমাজকে মাদক থেকে বাঁচানো। তলতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির রাব্বানী বলেন, তার বিরুদ্ধে একটি সোনারগাঁ থানায় মাদক আইনে মামলা দায়ের হয়।