মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার নিপেন্দ্র চন্দ্র দাস ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তিতারকান্দি গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিপেন্দ্র চন্দ্র দাস দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৬ নভেম্বর মরহুমের সৎকার হওয়ার কথা রয়েছে। তিনি ১ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মরহুমের ছেলে সাংবাদিক শ্যামল চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না