মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জাম গাছ থেকে পড়ে নাসির (৪৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাসিরের বাড়ি উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে। তার পিতার নাম আকবার আলী ।
সোমবার, ২৯মে দুপুর দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার বাঘাডাঙ্গাগ্রামে নিজ বাড়ির পাশের জাম বাগানে নিজের গাছের জাম পাড়তে উচু ডালে উঠলে ডাল ভেঙে ওপর থেকে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ভর্তি করে। পরে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। পরবর্তীতে রাজশাহীতে নেবার পথিমধ্যে নাসিরের মৃত্যু হয়। নিহতের ভাই আহম্মদ আলী জানান, অসতর্কতাবস্থায় হঠাৎ পা পিছলে গাছের উচু ডাল থেকে মাটিতে পড়ে যায় নাসির। মাটিতে পড়ে তার মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে বাড়ির লোকজন ঘটনাস্থল থেকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী নেয়ার পথে বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না