লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের দিঘি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন
- আপডেট সময় : ০৭:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ৬১
লক্ষ্মীপুর সংবাদদাতা:
লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের দিঘি থেকে অবৈধ ভাবে উত্তোলন করা হচ্ছে বালু। আজ সোমবার, ২৯ মে সরজমিনের গিয়ে দেখা যায়, মিশিন লাগিয়ে ওই দিঘী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ বালু উত্তোলন করার কারণে দিঘিরপাড়ে সরকারি গাছ যেমন ফল ফলাদি, কাঠ গাছ,সহ বিভিন্ন বৃক্ষ গাছ ধসে পড়ে নষ্ট হয়ে যেতে পারে। এদিকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে সড়কও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক,এর কাছে বালু উত্তোলনে বিষয় জানতে চাইলে, তিনি এই প্রতিনিধিকে জানান, সড়ক ভবনের ভিতরে একটি নিচু জায়গাকে উচু করার জন্য দিঘি থেকে বালু উত্তোলন করে জায়গাটি ভরাট করা হচ্ছে, ওই জায়গাটিতে ফুলগাছ সহ বিভিন্ন ধরনের গাছ লাগানো হবে বলে জানান।
অন্যদিকে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃইমরান হোসেন,সড়ক বিভাগের অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান, উপজেলা পরিষদ থেকে বালু উত্তোলন করার জন্য কোন অনুমতি দেওয়া হয়নি, বালু উত্তোলন বিষয়টি সরকারি নিয়ম নীতি বহির্ভূত বিষয়টি এ বিষয়ে আমরা অবহিত নই,বিষয়টি দেখতেছি।