শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে : এইচ এম ইব্রাহিম
- আপডেট সময় : ১০:১৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ৬৫
মোজাম্মেল হক লিটন:
নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে, আওয়ামী লীগের নেতারা গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারছে। জন নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, চাটখিল- সোনাইমুড়ীর মত দেশের ৩’শ টি নির্বাচনী এলাকায় উন্নয়ন হয়েছে। এ সময় এইচ এম ইব্রাহিম এমপি নেত্রীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
(২৭মে) শনিবার সকালে চাটখিল উপজেলার ৪ নং বদলকোট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এইচ এম ইব্রাহিম এমপি বক্তব্য রেখেছেন। আগামী নির্বাচনে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেন এইচ এম ইব্রাহিম এমপি। তিনি বলেন, চাটখিল সোনাইমুড়ীতে নৌকা জয়যুক্ত হলে অত্র এলাকার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করা হবে। তখন আমরা মাইকে এসে বলবো যে কোন এলাকার কি কাজ বাকি আছে।
আয়োজিত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন, চাটখিল উপজেলা আওয়মীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও ৬ নং পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহামুদ হোসেন তরুণ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গ্রামিন জসিম, বিজ্ঞান ও প্রযুক্তী বিষয়ক সম্পাদক অধ্যাপক মফিজুর রহমান, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ৪নং বদলকোট ইউপি সাবেক চেয়ারম্যান আবু তৈয়ব, সাফায়েত হোসেন পিন্টু, মনজুরুল হাসান স্বপন, ৪নং বদলকোট ইউনিয়ন (উত্তর) আওয়ামীলীগ সভাপতি ডাক্তার বেলাল, সাধারন সম্পাদক হান্নান, সাবেক সভাপতি শিফা জাহাঙ্গীর, মহিলা নেত্রী পান্না, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল, বদলকোট ৬নং ওয়ার্ডের মেম্বর সাবেক ছাত্রলীগ নেতা ওমর ফারুক, ৪,৫,৬ সংরক্ষিত মহিলা মেম্বর আকলিমা, ওয়ার্ড সভাপতি মিলন, সাধারন সম্পাদক স্বপন, উপজেলা শ্রমিক লীগ সাধারন সম্পাদক কবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি জাকির, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইফুদ্দিন রাহাত, সহ-সম্পাদক সাজিদ, ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি রহমত উল্যাহ, সাঃসম্পাদক সোহাগ, যুবলীগ নেতা সোহেল, বাশার প্রমূখ সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ নেতৃবৃন্দ ও ৬নং ওয়ার্ডের আপামোর জনসাধারণ উপস্থিত ছিলেন।