বাগমারা প্রতিনিধি
রাজশাহী জেলা পুলিশের নির্দেশনায় শনিবার বিকেল ৪ ঘটিকার সময় হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশের সাথে স্থানীয়দের উন্মক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার)।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আরশাফ আলী।রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা এডভোকেট বারের সম্মানিত সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন।বাগমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম সারোয়ারা আবুল।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো আমিনুল ইসলাম। হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আফজাল হোসেন। ডি এস বি রবিউল ইসলাম। রাজশাহী জেলার সহ- সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন।বাগমারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আহসান হাবীব। বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন। আউচপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সভাপতি সরদার জান মোহাম্মদ। শুভডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সভাপতি আঃ হাকিম প্রাং।
আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম শাফি।উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।রাজশাহী জেলা পুলিশের আয়োজনে উন্মুক্ত আলোচনাতে মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, নাশকতা, হত্যা সহ সমাজের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন রাখেন উপজেলার নানান শ্রেণী পেশার লোকজন।কেউ যেন পুলিশের দ্বারা হয়রানির শিকার না হন সে ব্যাপারে বক্তব্য দেন প্রধান অতিথি।অনুষ্ঠানে লোকজনের উপস্থিতিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি সেগুলো সমাধানে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না