ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনুকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন বেসরকারি সংস্থা ইএসডিও’এর প্রেমদীপ প্রকল্প।
সকালে শহরের গোবিন্দনগর প্রেমদীপ প্রকল্পের কার্যালয়ে ইএসডিও’এর আয়োজনে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য দেন, প্রেমদীপ প্রকল্প ঠাকুরগাঁও সদর উপজেলার ম্যানেজার ওয়ালিউর রহমান,প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, প্রকল্প সমন্বয়কারী সালেকিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় আদিবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয় সেই সাথে তাদের সফলতার বিষয়ে আলোচনা করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না