রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর-সিধলী সড়কের হরিপুর এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে থাকা পুকুরে পড়ে ঘটনাস্থলেই চালক ইয়াছিন মিয়া (১৯) নিহত হয়েছেন।
বুধবার, ২৪ মে সকালে নাজিরপুর-সিধলী সড়কের হরিপুর গ্রামের লুৎফুর রহমানের বাড়ির পাশে পুকুরে লরি উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন উপজেলার কৈলাটি ইউনিয়নের সিধলী গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে কলমাকান্দার পার্শ্ববর্তী উপজেলা দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে বালু আনার উদ্দেশে বাড়ি থেকে লরি নিয়ে বের হন ইয়াছিন মিয়া। আনুমানিক সকাল ছয়টার দিকে হরিপুর গ্রামের লুৎফুর রহমানের বাড়ির পাশে পৌঁছালে তিনি লরির নিয়ন্ত্রণ হারান। এতে লরিটি উল্টে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় লরি উদ্ধারে কাজ শুরু করে। পরে ইয়াছিন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করে বলেন, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একজন নিহত হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না