কয়রায় পানির কষ্ট লাঘব করেছে “বন্ধু ফাউন্ডেশন” প্রকল্পের সুপেয় ওয়াটার প্লান
- আপডেট সময় : ০৫:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ৬৬
মোক্তার হোসেন, খুলনা:
সুন্দরবন সংলগ্ন সমুদ্র উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের সুপেয় পানি সরবরাহ প্রকল্পের উদ্যোগে নির্মিত হয়েছে বন্ধু ফাউন্ডেশন নামে এক সুপেয় ওয়াটার প্লান। যার মধ্যে দিয়ে পানির কষ্ট লাঘব হয়েছে কয়রা এলাকাবাসীর ।
এই উদ্যোগটি সাতক্ষীরা, কয়রা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা জেলার ১৬টি উপজেলাতে কার্যক্রম চলমান প্রক্রিয়াধীন রয়েছে।
পানির উৎস হলো ভূগর্ভস্থ সুপেয় জলাধার ও ভূপৃষ্ঠস্থ পুকুরের পানি। প্লান্টের ১২৩টিরও অধিক এবং উপকারভোগীর সংখ্যা প্রায় ৪ লক্ষ ৫০ হাজার।
খুলনার কয়রা উপজেলার ৪ নং কয়রার খেজুর বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কয়রা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম লুৎফর রহমান,বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের পানির প্রকল্পের আঞ্চলিক ম্যানেজার মো: জুলফিকার হোসেন,বন্ধু ফাউন্ডশনের অন্যান্য প্রকল্পের কর্মকর্তাগণ, পানির সদস্য বৃন্দ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেজুর বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এস এম আনিছুর রহমান বাদশা, সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানের আলোচনায় আলোচকরা বলেন, গ্রামের অসহায় গরীব মানুষ স্বস্থির নিশ্বাস ফেলেছে, বন্ধু ফাউন্ডেশনের মহান উদ্যোগে ।জীবন ফিরে পেয়েছেন অত্র এলাকার মানুষ এবং লাঘব হয়েছে পানির কষ্ট। তারা আরও বলেন এভাবে যদি তারা মানবতার সেবায় কাজ করে যান তাহলে উপকার পাবেন দেশের সাধারণ জনতা। এধরনের কর্মকান্ড সত্যিই প্রশংসার যোগ্য।