মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
দামুড়হুদার জুড়ানপুরে সড়কের মাঝখানে ৩ টি বৈদ্যুতিক খুটি রেখেই চলছে রাস্তা প্রশস্ত ও পিচ ডালাইয়ের কাজ। যেকোন সময়ে ঘটতে পারে বড় ধরনের দুঃঘটনা।
সড়কও জনপদ বিভাগ ঠিকাদারের মাধ্যমে উপজেলার জুড়ানপুর হতে লক্ষীপুর সড়কের ২ কিলোমিটার রাস্তার উভয় পাশে প্রশস্তকরণ ও পাকা করণের কাজ চলছে। অথচ এই সড়কের উপর দিযে ১১ হাজার ক্ষমতা সম্পন্ন ভোল্টের ৩ টি খুটি রাস্তার উপর পড়েছে। জুড়ানপুর ক্লাব মোড়ে নুর হোসেনের বাড়ির সামনে, মাঝ পাড়ায খলিলুর রহমানের বাড়ির পাশে ও কবরস্থানের পাশের রাস্তায় বিদ্যুতের ৩টি খুটি রয়েছে।ঠিকাদার সড়কের মাঝখানে খুটি রেখেই রাস্তা পাকা করনের কাজ করাচ্ছে। ফলে যানচলাচলে দিনে রাতে যেকোন অঘটন ঘটতে পারে।
দামুড়হুদা সড়ক বিভাগের প্রকৌশলী আব্দুর রশীদ বলেন,পল্লী বিদ্যুৎ অফিসে বারংবার যোগাযোগ করেও কাজ হযনি।তাই ঠিকাদার বাধ্য হয়েই কাজ শেষ করছে।ঠিকাদারের ম্যানেজার রউব মিয়া বলেন, পল্লী বিদ্যুৎ অফিসে অবহিত করলে তারা বলেছে আবেদন করে খরচের জন্য বাড়তি টাকা পযসা দিতে হবে।না হলে খুটি সড়ানো সম্ভব হবে না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন,কোন অভিযোগ পায়নি।তবে সরজমিন তদন্ত করে দেখে ব্যবস্থা নেযা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না