তারাকান্দায় প্রয়াত বিএনপির নেতাদের স্মরণে মিলাদ মাহফিল
- আপডেট সময় : ০৮:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ৫৪
তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলারগ রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (বিএনপির নেতা) মরহুম আব্দুল কাদির আকন্দ ও মরহুম আশরাফ হোসেন তালুকদার (আশরাফ সরকার) এর স্মরনে শোক সভা ও মিলাদ মাহফিল গত সোমবার বিকেলে ইউনিয়নের বাট্টা জাহেরিয়া খানকায়ের মাঠে রামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উওর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাজুল হক খান এর সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল, আবুল কালাম আজাদ,কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির ও রামপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।