বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে শিশুশ্রম নিরাসনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সোমবার (২২মে) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের কার্যালয়ে ইনসিডিন বাংলাদেশ ও উদয়ন বাংলাদেশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উদায়ন বাংলাদেশের সাধারন সম্পাদক সাংবাদিক ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা শিশু বিষায়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শহর সমাজ সেবা কর্মকর্তা নাজমুস সাকিব, জেলা ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ শিকদার, সাংবাদিক বাবুল সরদার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. শরিফা খানম, উন্নয়ন সংস্থা শাপলাফুলের নির্বাহী পরিচালক সামছু নাহার লাকি, ইনসিডিন বাংলাদেশের ক্যাম্পেইন কো- অডিনেটর রাফিউল আলী, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, মামুন আহমেদ প্রমুখ। সভা পরিচালনা করেন উদয়ন বাংলাদেশের কো-অডিনেটর রুপা জামান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না