প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ৫৪
নাজিম উদ্দিন রানা:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা।
সোমবার (২২ মে) বিকেল ৩ টার দিকে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজিদ ভুঁইয়া নের্তৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন নেতাকর্মীরা।প্রথম মিছিলটি
মান্দারী বাজার এলাকা থেকে শুরু হয়ে।পরের মিছিলটি ঢাকা-লক্ষ্মীপুর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর শহরের বাজার গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুঁইয়া,চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্বাস উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব, মমিন উল্যহ।
উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, গোফরান বাবু, দিদার মোল্লা, দিপু মাহমুদ, রাজু পাটওয়ারী প্রমুখ।যুবলীগের বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া ব্যক্তি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর শাস্তির দাবি করেন যুবলীগের নেতাকর্মীর।
উল্লেখ্য,শুক্রবার (১৯ মে) জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ।