বাগেরহাট প্রতিনিধি:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেট খেলা চলাকালে অন-লাইন ও অফ-লাইনে জুয়া খেলা অবস্থায় বাগেরহাটের চিতলমারী উপজেলা থেকে ১১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চরচিংগুলি বাজারে মোস্তফা মার্কেটে হান্নু শেখের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল খেলা চলাকালে জুয়া খেলা অবস্থায় বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে আটক করে। এসময়ে নগদ ৫ হাজার ৬৫০টাকাসহ জুয়াড়িদের ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে।
বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই সঞ্জয় মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত জুয়াড়িরা হলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার পরানপুর চরচিংগুলি গ্রামের জিল্লুর রহমানের ছেলে মামুন শেখ (৩১), আব্দুল মাজেদ শেখের ছেলে নুরুল আমিন ওরফে ফেলু (২৫), বাবুল শেখের ছেলে রিয়াজুল শেখ (২০), নজির শেখের ছেলে জনি শেখ (২০), রফিক পাইকের ছেলে ফজর পাইক (২৬), সামসু শেখের ছেলে আমিনুল শেখ (২৪), কবির শেখের ছেলে, ইমরান শেখ লাবু (২১), রশিদ শেখের ছেলে মারুফ শেখ (৩৮), ওহাব শেখের ছেলে রিপন শেখ (২৫), একই উপজেলার চরচিংগুলি গ্রামের আবু সাঈদ শিকদারের ছেলে ফয়সাল সিকদার (২৫) ও বিল্লাল শেখের ছেলে সজীব শেখ (২৫)।
বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই সঞ্জয় মন্ডল জানান, আমাদের কাছে খবর আসে ইন্ডিয়া প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেট খেলা চলাকালে চিতলমারী উপজেলা চরচিংগুলি বাজারে একদল যুবক নিয়মিত অন-লাইন ও অফ-লাইনে জুয়া খেলছে। এমন খবরের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরচিংগুলি বাজারে মোস্তফা মার্কেটে হান্নু শেখের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল খেলা চলাকালে জুয়া খেলা অবস্থায় ১১ জুয়াড়িকে আটক করা হয়। এসময়ে নগদ ৫ হাজার ৬৫০টাকাসহ জুয়াড়িদের ব্যবহৃত মোবাইলও জব্দ করা হয়েছে। মামলা দায়েরের পর রবিবার দুপুরে আটক এসব জুয়াড়িদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না