বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় র্যাবের অভিযানে এগারোটির অধিক মাদক মামলার আসামী কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শিউলী বেগম খুলনা-বাগেরহাট অঞ্চলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। ইতোপূর্বে অনেক বার মাদকসহ আইন শৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হয় এবং তার বিরুদ্ধে খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা আছে।
র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, এগারোটিরও অধিক মাদক মামলায় পলাতক মাদক ব্যবসায়ী বাগেরহাট জেলার মোংলা থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ১৯ মে শুক্রবার রাতে বাগেরহাট জেলার মোংলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শিউলী বেগম কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না