রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনা জেলার দশ উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৩২ নেতা-কর্মীকে তাদের বাসা বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক সাংবাদিকদের জানান, শনিবার প্রতি জেলায় বিক্ষোভ কর্মসূচীর কথা ছিল। আমাদের শনিবারের কর্মসূচীকে বানচাল করা এবং নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতংক সৃষ্টি করার লক্ষ্যে রাতের আঁধারে জেলার ১০ উপজেলার বিএনপির নেতাকর্মীদের বাসা-বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ নেত্রকোনা সদর উপজেলায় ৯ নেতাকর্মীকে, দূর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভূঁইয়াসহ ২ নেতাকে, কলমাকান্দা উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক এম এ মতিনসহ ৫ নেতাকর্মীকে, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালসহ ৫ নেতাকর্মীকে, মোহনগঞ্জ উপজেলায় বিএনপির ৬ নেতাকর্মীকে, মদন উপজেলায় ২ নেতাকর্মীকে, আটপাড়ায় ২ নেতাকর্মীকে, পূর্বধলায় ১ নেতাকে গ্রেফতার করেছে।
বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল বলেন, বিএনপির কর্মসূচি বানচাল, চলমান আন্দোলনকে বাধাঁগ্রস্থ করা এবং ক্ষমতায় টিকে থাকার নীল নকশা বাস্তবায়ন করতে সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনীকে অন্যায় ভাবে ব্যবহার করে দলের নিরীহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা দিয়ে রাতের আধারে তাদের বাসা বাড়িতে গিয়ে গণগ্রেফতার করেছে।
তিনি আরো অভিযোগ করেন, গ্রেফতারকৃতদের আদালতে আনা হলে আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট আব্দুর রাজ্জাক ও এডভোকেট খোকন আসামিদের আইনী সহায়তা প্রদানের জন্য এগিয়ে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে মারধর করে। সেইসঙ্গে তাদের জন্য খাবার নিয়ে যাওয়া ও দেখতে যাওয়া স্বাজনরাও আহত হয়েছেন। এটি ন্যাক্কারজনক ঘটনা। এমন ঘটনা আমাদের জেলায় আর কখনো ঘটেনি।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) লুৎফুর রহমান বলেন, বিএনপির শনিবারের কর্মসূচির সাথে এই গ্রেফতারের কোনো সম্পর্ক নেই। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নামে আগে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। সেসব মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না