মোঃ জাভেদ হোসেন:
চাঁদপুর ডিএনসি অভিযানে ৩৯০ বোতল ফেনসিডিল, ২৭ কেজি গাঁজা, ১টিপ্রাইভেট কারসহ ১ মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
চাঁদপুর ডিএনসি অফিস সুত্রে জানায়, সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধানে গত শুক্রবার, ১৯ মে বিকালে বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানাধীন এনায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাসুদ পারভেজ সুমন (৩৪) গ্রেফতার, পিতা-মোঃ শহীদ, মাতা-পারুল বেগম, সাং-চরজসুরগাঁও, থানা-গোসাইরহাট, জেলা-শরীয়তপুরকে ১টি প্রাইভেট কার, ৩৯০ (তিনশত নব্বই) বোতল ফেনসিডিল ও ২৭ (সাতাশ) কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
এই বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না