প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৩, ১১:৪৩ পি.এম
লক্ষ্মীপুরে মাদরাসার শিক্ষক ও ছাত্রদের উপর হামলা, আহত-১০
নাজিম উদ্দিন রানা
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদরাসার শিক্ষক ও ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত প্রায় ১০জন শিক্ষক ও ছাত্র আহত হয়েছে। বুধবার (১৭মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মটুয়া গ্রামের চর আল আরাবিয়া দারুল উলুম মাদরাসার জমি দখলে নিতে একই এলাকার বকুলের বাপের বাড়ির মৃত আলী উল্যার ছেলে আবদুল মতিন গাছ রোপন করেন। এতে মাদরাসার শিক্ষক ও ছাত্ররা বাধা দিলে আবদুল মতিন লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা চালায়। হামলায় মাদরাসার শিক্ষক হাফেজ মোছলেহ উদ্দিন সহ অন্তত ১০জন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
মাদরাসার শিক্ষক ও ছাত্ররা বলেন, আবদুল মতিন মাদরাসার জমি দখল করতে আসলে বাধা দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে স্থানীয় বিধান, সুমন, ইয়াছিন, শুভ সহ শতাধিক নারী-পুরুষ নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের শিক্ষক ও ছাত্রসহ ১০জন আহত হয়েছে। আমরা এর বিচার চাই।
অভিযোগ অস্বীকার করে আবদুল মতিন বলেন, মাদরাসা কর্তৃপক্ষ আমার ৪৯শতাংশ জমি দখলের পায়তারা করছে। আমার জমিতে আমি গাছ রোপন করায় তারা ছাত্রদের দিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছে। তাদের উপর হামলাটি সত্য নয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছলেহ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো লিখিত কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
____ কারিগরি সহযোগিতায় @ প্রতিদিনের নিউজ ডটকম____