সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সড়ক ও জনপথ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের যুগ্ন-সম্পাদক রফিকুল ইসলাম রতন (৫৬) নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শিমরাইল ট্রাক টার্মিনাল থেকে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা চট্রগ্রাম গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে হাইওয়ে পুলিশের পরিদর্শক টিআই একেএম শরফুদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েিেছ, নিহত রতনের পরিবারবর্গ চাইলে আমরা লাশ পোষ্ট মর্টেমের ব্যবস্থা এবং মামলা দায়ের করবো।
সংগঠনের সভাপতি নুরুজ্জমান জজ বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় রতন নিত হয়েছে আমরা লাশ তার বাড়ি সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় পাঠিয়েছি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না