মোজাম্মেল হক লিটন:
নোয়াখালী সদর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার একটি কেন্দ্রে প্রশ্নের ছবি তুলে বাইরে থেকে সমাধান সরবরাহ করার প্রমাণ পাওয়া গেছে নুর করিম (৩০) নামের এক অফিস সহকারীর বিরুদ্ধে। পরে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দায়িত্বে অবহেলার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১৭ মে) দুপুরে চর মটুয়া ইউনিয়নের পানামিয়া উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ-বিন-আখন্দ। দণ্ডপ্রাপ্ত নুর করিম শান্তির হাট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী (পিয়ন)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অফিস সহকারী নুর করিমকে টয়লেটে প্রশ্নোত্তর লিখতে দেখে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্য বিষয়টি ফোনে সদর উপজেলার এসিল্যান্ডকে জানান। তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হন এসিল্যান্ড বায়েজীদ-বিন-আখন্দ। এসময় তল্লাশি করে নুর করিমের মোবাইল ফোনে আজকের অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন এবং সমাধানসহ আগের সব নৈর্ব্যক্তিক এবং সৃজনশীল পরীক্ষার লিখিত উত্তর পাওয়া যায়। বিষয়টি তিনি নিজে স্বীকারও করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রশ্ন সরবরাহকারী সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বহিষ্কার করাসহ দায়িত্বে অবহেলায় দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত নুর করিম জানান, পরীক্ষার প্রশ্ন সরবরাহের পাঁচ মিনিটের মধ্যে তিনি ছবিগুলো তুলে থাকেন। পরে সেগুলো বাইরে থেকে সমাধান করে এনে নির্দিষ্ট পরীক্ষার্থীদের দিতেন।
বিষয়টি নিশ্চিত করে এসিল্যান্ড বায়েজীদ-বিন-আখন্দ বলেন, নুর করিমকে কারাগারে পাঠানো হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন এবং উত্তর সম্বলিত লিখিত কাগজটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না