মোঃ মোস্তাফিজুর রহমান:
নওগাঁর ধামইরহাটে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬ মে বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা চত্বরে ধামইরহাট কৃষি সম্প্রসারাণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি। মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এমপি শহীদুজ্জামান সরকার মেলার ডিজিটাল উদ্বাধনী কৃষি প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন স্টল পরিদর্শণ করেন এবং মেলায় পূরনো ও সনাতন আমলের কৃষি প্রযুক্তি দেখে সন্তোষ প্রকাশ করেন।
স্টল পরিদর্শণ শেষে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, স্বাগত বক্তা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, ওসি মোজাম্মেল হক কাজী, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণল কর্মকর্তা আলেফ উদ্দিন, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, প্যানেল মেহেদী হাসান, সাংবাদিক আবুল বয়ান মো.আব্দুজ্জাহের,কাউন্সিলর আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না