মমিনুল ইসলাম:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডেট এনায়েত নগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন ধনু ১ মঙ্গলবার, (১৬ মে) দুপুর ১২ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৫) বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে,২ মেয়ে, ২ ভাই,নাতি, নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ বাদ আসর জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগাচর পৌর প্রশাসক মো. আল-এমরান খান। মতলব উত্তর থানা পুলিশের এক চৌকস দলের নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন।
জানাজা ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মহিউদ্দিন। জানাজায় অংশ গ্রহণ করেন মরহুমের ভাই, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব এবি মঈনউদ্দীন টুনু হাজী, অপর ভাই, যুদ্ধ কালীন সময়ের ৫ নং সেক্টর কমান্ডার বীর মুক্তি যোদ্ধা মোয়াজ্জেম হোসেন (এফএফ), যুদ্ধ কালীন সময়ের সাবেক (বিএলএফ) এর কমান্ডার বীর মুক্তি যোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তি যোদ্ধা নিজাম উদ্দিন সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন মুক্তি যোদ্ধা কমান্ডার আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, মোবারক হোসেন, খোরশেদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন, সাংবাদিক আতিকুর রহমান দুলাল, ইউপি সদস্য মজিবুর রহমান, জসিমউদ্দিন চৌধুরী, ছিদ্দিক মাষ্টার, আওয়ামী লীগ নেতা শাজাহান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী শাহআলম সরকার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জানাজায় অংশ নেন।
জানাজায় অংশ গ্রহণ কারী সকলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্ত তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না