এনায়েত করিম রাজিব:
সঠিক বিনিয়োগকারী খুজে বের করতে ব্যবস্থাপকদের আরো বিনয়ী হয়ে গ্রাহকদের কাছে যেতে হবে। মনে রাখতে হবে গ্রাহকরাই ব্যাংকের প্রান। অগ্রনী ব্যাংক খুলনা সার্কেলের মহাব্যবস্থাপ্ আতিকুর রহমান সিদ্দিকী এ কথা বলেন।
সোমবার (১৫ মে) বিকেলে অগ্রনী ব্যাংক বাগেরহাট অঞ্চলের লক্ষমাত্রা অর্জনে শাখা ব্যবস্থাপকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন তিনি।
বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের হল রুমে অগ্রনী ব্যাংক বাগেরহাট অঞ্চল প্রধান বিপুল মন্ডলের সভাপতিত্বি ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা সার্কেলের উপ-মহাব্যবস্থাপক রোকসান আরা হোসেন, সহকারী মহাব্যবস্থাপক তপতী রানী। অনুষ্ঠানে প্রধান অতিথি ষান্মাসিক হিসাব সমাপনী জুন-২০২৩ ব্যবসায়িক লক্ষমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না