মতলব উত্তর:
মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের পশ্চিম রায়েরদিয়া গ্রামের পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে মো. বাবুল হোসেন (৩৮) নামে এক যুবক। মো. বাবুল হোসেন একই গ্রামের মাছ ব্যবসায়ী আ. লতিফ ওরফে নইল্ল্যা মিয়ার ছেলে।
জানা গেছে, শনিবার বিকেলের দিকে উপজেলার পশ্চিম রায়েরদিয়া গ্রামের জনৈক ব্যক্তির বাড়ির পুকুরঘাটে খেলা করছিল শিশুটি। এসময় একই বাড়ির যুবক মো. বাবুল হোসেন তাকে খাবারের লোভ দেখিয়ে তার ফাঁকা ঘরে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।
পরে রাত ১০টার দিকে একই গ্রামের শিপন মিয়া’সহ এলাকায় কয়েকজন যুবক ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য অভিযুক্ত মো. বাবুল হোসেন কে শিশুর বাড়িতে নিয়ে ভবিষ্যতে আর এই কাজ করবেনা বলে ক্ষমা প্রার্থনা করান ও ঘটনার মীমাংসা দেওয়ার চেষ্টা করেন। এবং শিশুর পরিবারকে থানায় অভিযোগ দিতে নিষেধ করেন।
মতলব উত্তর থানার এসআই সুজিত চন্দ্র দে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ দিলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না