নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর মোড়ে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় কালে মো.বাব্বি (২২) নামে এক চাঁদাবাজকে হাতে নাতে আটক করেছেন হাইওয়ে পুলিশ। সোমবার, ১৫ মে দুপুর আড়াইটায় কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ তাকে আটক করেন।
আটক রাব্বি সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকার মিন্টুমিয়ার ছেলে। তার কাছ থেকে চাঁদাবাজির ১ হাজার ২৫০ টাকা জব্দ করেছে পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মাদ ইব্রাহীম জানান, পরিবহন চলাচলে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। চলতি বছরের প্রথম থেকে এপর্যন্ত ১৬ জন চাঁদাবাজকে আটক করা হয়েছে। মহাসড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না