ওমান প্রবাসীদের সাথে প্রতারণা করে লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও চাঁদপুরের বিল্লাল
- আপডেট সময় : ০৫:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ১১৬
স্টাফ রিপোর্টার:
ওমান প্রবাসীদের সাথে প্রতারণা করে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও হলেন চাঁদপুরের বিল্লাল। ঘটনাটি ঘটে ২৫ জানুয়ারি বিকেলে ওমানে।
জানা যায়, ওমানে একই কোম্পানিতে কাজ করতো সেই সুবাদে চাঁদপুর পুরান বাজার মুনাফ হাওলাদার ছেলে বিল্লাল হালদারের সাথে পরিচয় হয়। ফেনী জেলার আব্দুল হান্নান, ফরিদপুর জেলার পারভিন আক্তার, বরগুনা জেলার মোহাম্মদ বারেক। এদেরকে ভিসা দেওয়ার কথা বলে ১৪ লক্ষ টাকা নিয়ে চার মাস যাবত পালিয়ে রয়েছে।
তার সাথে যোগাযোগ করার মত সকল নাম্বার। অন্য যে কোন সূত্রে জানতে পারে বিল্লাল হাওলাদার চাঁদপুরে বাগাদি শকদী শ্বশুর বাড়িতে আছে। বর্তমানে দার দেনা করে ১৪ লাখ টাকা দিয়ে বিল্লাল কে ওমান প্রবাসী রা অনেক অসহায় অবস্থায় আছে।
এ বিষয়ে বিল্লাল হাওলাদার এর সাথে ফোনে আলাপ করতে গেলে তা সম্ভব হয়নি।
এবিষয় বিল্লালের বাবা মুনাফ হাওলাদারের সাথে আলাপ করলে তিনি বলেন, আমার ছেলের সাথে কোন যোগাযোগ নাই শ্বশুর বাড়ীতে থাকে।
বিল্লালের শ্বশুর জাকির হাজির সাথে আলাপ কালে তিনি বলেন, আমার বাড়ী তে আসবে কেন আমার মেয় ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকে এর বেসি বলতে পারবো না।
এবিষয়ে ভুক্তভোগী ওমান প্রবাসী আব্দুল হান্নান, পারভিন আক্তার, মোহাম্মদ বারেক মোঠ ফোনে জানায় আমাদের পরিবারে লোক চাঁদপুর পুরান বাজারে বিল্লালে বাসায় গেলে তার বাবা বলে ওর সাথে আমার কোন যোগাযোগ নাই। তার শ্বশুর বাড়ীতে গিয়ে জানতে পারেন। পরে শ্বশুর বাড়ী বাগাদী শকদী হাজী বাড়ী জাকির হাজীর বাড়ীতে বিল্লালের খোঁজ করলে তার শ্বশুর বাড়ির লোকজন আমাদের পরিবারে সাথে খারাপ আচরণ করেন।