'মা'
কবি- রিপন গুণ
তোমার মাঝে দেখি "মাগো"
নব প্রভাতের, প্রথম সূর্যোদয়,
বিভীষিকাময়, আঁধার ভেঙে
পাখিদের গুঞ্জনে –
কেমনে, সকাল হয়?
তোমার মাঝে দেখি "মাগো"
বর্ণিল নীল আকাশ,
গোধূলি লগ্নে– পাখিদের ফেরারি মিছিল
দখিনা হাওয়ায়, কাশফুলের ঢেউ,
নদী তটে পাললিক সুন্দর ।
তোমার মাঝে দেখি "মাগো"
ফেলে আসা, ধূলি-ধূসর বর্ণিল শৈশব
দীঘির জলে ডুব সাঁতার,
ঘুড়ি উড়ানো সবুজ শৈশব ।
স্বর্গসুখ পাই "মাগো"
তোমার স্পর্শ পেলে
বিপদ সব যাবে কেটে,
"মাগো" তোমার আশীষ পেলে ।
"মাগো" তুমি আমার এই পৃথিবীর
সেরা আপনজন,
জানি "মাগো" তোমার মতো
কেউ হবে না এমন আপন ।
তোমার কোলেতে মাথা রেখে "মাগো"
সব দুঃখকে দেবো নির্বাসন,
সুখের সাথে করবো আলিঙ্গন
নক্ষত্র হয়ে, আকাশেতে করবো বিচরণ।
❤মা-মানে মমতার আঁচল, মা-মানে আস্থায় পরিপূর্ণতা
আজ ১৪ই মে “বিশ্ব মা দিবসে” মমতাময়ী মা’কে উৎসর্গ।
(পৃথিবীর সকল মা তোমরা ভালো থেকো সুখে থেকো সন্তানদের রেখো তোমার মমতার আঁচল, আঁচল তলে)
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না