আশরাফুল হক, লালমনিরহাট:
লালমনিরহাট (বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ কাশিপুর বিওপির সীমান্ত এলাকা থেকে দেড় কেজির ও বেশী পরিমাণ ওজনের ১৪ টি স্বর্ণের বারসহ রবিউল ইসলাম( ৫০) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে।
লালমনিরহাট বিজিবি ১৫ এর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়েছে।
শুক্রবার (১২ মে) সকাল ১০টার দিকে লালমনিরহাট বিজিবি (১৫) ব্যাটেলিয়নের একটি চৌকস দল
গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলাস্থ কাশিপুর বিওপির এলাকা থেকে রবিউল ইসলাম কে আটক করে।
সংবাদ সম্মেলনে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই স্বর্ন চোরাকারবারি মোটর সাইকেলে করে স্বর্ণ নিয়ে ভারতে পাচার করবে। সেই প্রেক্ষিতে আমাদের কাশিপুর বিওপি কমান্ডার এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সকাল সাড়ে ১০ টায় বিওপি হতে ১০০ গজ উত্তরপূর্ব দিকে সীমান্ত পিলার ৯৪২/৮-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাশিপুর গ্রামের ঈদগাঁ’র পাশের রাস্তার ধারে ওঁৎ পেতে বসে থাকে। এরপর সোর্সের বর্ণনানুযায়ী মোটর সাইকেল যোগে ১জন ব্যক্তিকে আসতে দেখে টহলদল তাকে চ্যালেঞ্জ করে। সে সময় ওই চোরাকারবারি মোটর সাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল ধাওয়া করে ধানক্ষেত থেকে তাকে আটক করে। আটককৃত ব্যক্তির মোটর সাইকেল তল্লাশী করে তেলের ট্যাংকির মধ্যে নেটের ব্যাগে পেচানো অবস্থা ১টি প্যাকেট উদ্ধার করে।
উদ্বারকৃত প্যাকেট খুলে ১৪টি (২৪ ক্যারেট) স্বর্ণের বার উদ্ধার করে যার ওজন ১৬৩৩.৩৬ গ্রাম (১৪০ ভরি) বর্তমান আনুমানিক বাজার মূল্য এক কোটি চল্লিশ লক্ষ টাকা। জব্দ করা মোটরসাইকেল তল্লাসির সময় বিজিবি টহলদল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
আটককৃত পাচারকারী রবিউল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার গঙ্গারহাট ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য ফুলবাড়ি থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণ কুড়িগ্রাম ট্রেজারী অফিসে জমা করণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না