টেকেরখালী জলমহল দখলকারীদের হাত থেকে উদ্ধার: ইজারা পেল শিউলী মৎস্যজীবী সমিতি
- আপডেট সময় : ০৭:২২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ৫৫
খুলনা, সংবাদদাতা:
খুলনার কয়রায় টেকেরখালী জলমহল স্থানীয় জমি দখলকারীদের কাছ থেকে উদ্ধার করে শিউলি মৎস্যজীবী সমিতির ইজারা দেওয়া হয়েছে।
এটি দীর্ঘ ১১ বছর ধরে দখলদারিরা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভোগদখল করে যাচ্ছিল। যার ফলে সরকার প্রতিবছর এই জলমহল থেকে বড় অংকের রাজস্ব আদায় করতে পারবে। উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটির সর্বশেষ আলোচনা সভার সিদ্ধান্তে স্থানীয় শিউলী মৎস্যজীবী সমবায় সমিতি কে তিন বছরের জন্য বদ্ধ জলমহলটি ইজারা দেওয়া হয়।
বুধবার (১০মে) সকালে কয়রার বাগালী ইউনিয়নের উলা গ্রামের টেকেরখালী জলমহল দখলকারীদের কাছ থেকে উদ্ধার করে ইজারাদার শিউলী মৎস্যজীবী সমবায় সমিতির কাছে হস্তান্তর করা হয়। উপজেলার আমাদী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা চারু চন্দ্র মন্ডলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
স্হানীয়ভাবে জানা গেছে এছাড়াও কয়রায় বিভিন্ন স্থানে এমনি ভাবে জলমহল দখল করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বছরের পর বছর খালে মৎস্য চাষ করে কোটিপতি হয়ে যাচ্ছে। এহেন অবস্থায় কর্তৃপক্ষের সুদৃষ্টির জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন,শিউলী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি অজিত কুমার মন্ডল,মো.শহিদুল ইসলাম,স্থানীয় বাসিন্দা জি এম কামরুল ইসলাম, মো. মোস্ত গাজী, মো. ফরিদ গাজী, মো.আকবর হোসেন সানা, রঞ্জিত মন্ডল, মো. মাহমুদ সানা, নাজমা বেগম, মোহাম্মদ সামাদ সানা, মো. মাজের সানা, মোহাম্মদ রমজান আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আমাদী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা চারু চন্দ্র মন্ডল বলেন, প্রায় ১১ বছর আগে স্থানীয় জমি দখলকারীরা খালের প্রায় সব অংশ দখল করে। এমনকি দখলকারীরা মাটি ভরাট করে নিজের স্বার্থে একটি রাস্তা তৈরি করে। কিছু সমস্যা থাকায় জলমহলটি ইজারা দেওয়া সম্ভব হচ্ছিলো না। বর্তমানে সমস্যার সমাধান হওয়ায় খালটি শিউলী মৎস্যজীবী সমবায় সমিতি কে ইজারা দেওয়া হয়েছে।