মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রূপগঞ্জে দুই গ্রুপের গোলাগুলি, নিহত-১
- আপডেট সময় : ০৫:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ৫৯
মোঃ নুর আলম,রূপগঞ্জ:
মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ রূপগঞ্জের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় দুই গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলি বৃদ্ধ হয়ে সৈয়দ মিয়া (৫৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। বুধবার (১০ মে) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সৈয়দ মিয়া মারা যান। নিহত সৈয়দ মিয়া চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার দুই নং ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে।
গুলিবিদ্ধ হয়ে নিহতর ঘটনা সত্যতা স্বীকার করেছেন রূপগঞ্জ থানার ওসি /তদন্ত আতাউর রহমান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার মাদক ব্যবসা থেকে শুরু করে নানা অপরাধের নিয়ন্ত্রণ করতো ইউপি সদস্য বজলুর রহমান বজলু । বজলু মারা যাওয়ার পর থেকেই চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার আধিপত্য নিজেদের দখলে নিতে জয়নাল গ্রুপ, ইয়াছমিন গ্রুপ, রায়হান গ্রুপ, শমসের গ্রুপ ও শাহাবুদ্দিন গ্রুপ উঠে পড়ে লেগেছে। আর চনপাড়া দখলকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই ওই সব গ্রুপ আলাদা ভাবে বিভিন্ন সময় সশস্ত্র মহড়া দিয়ে আসছে।
এসব বাহিনীর সদস্যদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে। শুধু জয়নালের বিরুদ্ধেই হত্যাসহ নানা অপরাধের অভিযোগে ২৮টি মামলা রয়েছে। এসব বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এলাকার মানুষ ভয়ে মুখ খুলতে চায় না প্রতিবাদও করতে চায় না।
বুধবার দুপুর পৌনে তিনটার দিকে হঠাৎ করে জয়নাল গ্রুপের সঙ্গে শমসের ও শাহাবুদ্দিন গ্রুপের মাঝে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় উভয়ের গ্রুপের বেশ কয়েকজন এলোপাতাড়ি গুলিবর্ষন শুরু করে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। এসময় গুলিবর্ষণকালে সৈয়দ মিয়া নামে এক দিনমজুর গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ সৈয়দ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফ এম সায়েদের নেতৃত্বে বিপুল পরিমাণ পুলিশ সদস্য ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। বিকেল চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় পুলিশের অভিযান চলছে।
সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পুরো চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
রূপগঞ্জ থানার ওসি /তদন্ত আতাউর রহমান বলেন, বিপুল সংখ্যক পুলিশ সদস্য চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় অভিযান চালাচ্ছে। অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না। সৈয়দ মিয়া নামে একজন দিন মজুর গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে আমরা জানতে পেরেছি।