মাহমুদ হাসান রনি:
দামুড়হুদার এক নারী একসঙ্গে ৪ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের দক্ষিনপাড়ার রাজমিস্ত্রী মাহবুবুর রহমানের স্ত্রী কল্পনা খাতুন (২৬) একসঙ্গে ৪ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। চুয়াডাঙ্গার বেসরকারী একটি স্বাস্থসেবা প্রতিষ্ঠান আখিতারা জেনারেল হাসপাতালে এ চার সন্তানের জন্ম দেয়। নাইম নামে তাদের ১০ বছরেরে একটি ছেলেও আছে।হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ তরিকুল ইসলাম বলেন, কন্যা ও মা সবাই সুস্থ আছে। তবেপ্রসূতির রক্ত ক্ষরণ হচ্ছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, চার সন্তানই আমার তত্বাবধানে রয়েছে। তারা কিছুটা অপুষ্ট। তাদের মায়ের অবস্থা কিছুটা আশঙ্কাজনক।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না