মোরেলগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ দুই যুবকের কারাদন্ড
- আপডেট সময় : ১০:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ৬৬
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজা, ইয়াবাসহ আটক স্বঘোষিত ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামকে (২৩) ও আমিনুল ইসলাম সোহেল (৩২) নামে দুই যুবককে দুইশ গ্রাম গাজা ও ১৩ পিচ ইয়াবা সহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভ্রামামান আদালত এদেরকে পৃথক পৃথক একজনকে ৩ মাসের বিনাশ্রম কারদন্ড ২০০ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
সানকিভাঙ্গা গ্রামের বাবুল হাওলাদারের ছেলে সাইফুল নিজেকে মোরেলগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বলে দাবি করেছে।
মঙ্গলবার (৯ মে) বেলা ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তরা তাকে ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে ধরে ফেলে। অপরদিতকে আদর্শ পাড়ার কলেজ রোড থেকে আমিনুল ইসলাম সোহেলকে ১৩ পিচ ইয়াবাাসহ গ্রেফতার করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম তারেক সুলতান সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে সাইফুলকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা করে পুলিশে সোপর্দ করেন। এ সম্পর্কে পৌর ছাত্রলীগের সভাপতি মনির হোসেন রাজ্জাক বলেন, সাইফুল কখনোই ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলনা, এখনো নেই। সে ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে চলে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগ বলেন, সাইফুলের সাথে উপজেলা ছাত্রলীগের কোন সম্পর্ক নেই। অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জী।